Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
জাতীয় তথ্য বাতায়ন এ হালনাগাদকৃত চমৎকার একটি সরকারি দপ্তর জেলা পরিসংখ্যান অফিস, বরিশাল
Attachments

জাতীয় তথ্য বাতায়ন এ হালনাগাদকৃত চমৎকার একটি সরকারি দপ্তর জেলা পরিসংখ্যান অফিস, বরিশাল

নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে জাতীয় তথ্য বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু অধিকাংশ সরকারি দপ্তর তথ্য বাতায়নে নিয়মিত হালনাগাদকরণের অভাবে প্রায়শ:ই নাগরিক সেবা প্রদানে যথাযথ ভূমিকা পালন করতে বাধাগ্রস্থ হয়। সেক্ষেত্রে জেলা পরিসংখ্যান অফিস, বরিশাল এর উপপরিচালক জনাব মুহাম্মদ মিঝানুর রহমান হাওলাদার মহোদয় দারুণ উদ্যোগ গ্রহণ করেছেন। যোগদানের কয়েকদিনের মধ্যেই তিনি জেলা পরিসংখ্যান অফিসের প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদকরণ সম্পন্ন করেছেন, পাশাপাশি তিনি তাঁর অধিনস্ত উপজেলা অফিসসমূহের তথ্যাদিও হালনাগাদ করেছেন। ইতোমধ্যে তিনি স্টাফদেরও দিয়েছেন প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা।

জেলা পরিসংখ্যান অফিস, বরিশাল এর বাতায়নে প্রবেশ করলেই দেখা যাচ্ছে সুদৃশ্য ব্যানার টেমপ্লেট, নোটিশ বোর্ড এ রয়েছে উপপরিচালক মহোদয়ের শুদ্ধাচার কৌশল পুরস্কার ২০১৭ প্রাপ্তির নোটিশ, রয়েছে সহকর্মীর পিতার মৃত্যুতে প্রদত্ত শোকবার্তা, খবরের লিংকে রয়েছে জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে জেলা পরিসংখ্যান অফিস, বরিশাল কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচীর তরতাজা খবর।

"আমাদের সম্পর্কে" ম্যানুবারে রয়েছে অফিস সম্পর্কিত একটি স্বচ্ছ ধারণা। http://bbs.barisal.gov.bd/…/1e032c8a-17a7-11e7-9461-286ed48… রয়েছে প্রকল্পসমূহের বর্ণনা, কর্মকর্তা, কর্মচারীদের ছবি ও বায়োডাটা এবং 'যোগাযোগ' সাবম্যানুতে রয়েছে অফিসে যোগাযোগের বিস্তারিত বর্ণনা এবং গুগল ম্যাপের লিংক, যাতে করে সেবা প্রার্থীগণ সহজে অফিস পরিদর্শন করতে পারেন। http://bbs.barisal.gov.bd/…/1e0f15d8-17a7-11e7-9461-286ed48…

"আমাদের সেবা" ম্যানুতে রয়েছে 'কি সেবা কিভাবে পাবেন' তার বর্ণনা, 'প্রদেয় সেবাসমূহের তালিকায়' রয়েছে চমকপ্রদ কিছু সেবার তালিকা, http://bbs.barisal.gov.bd/site/view/process_map এছাড়াও রয়েছে আকর্ষণীয় সিটিজেন চার্টার।

"আইন ও সার্কুলার" সাব ম্যানুতে রয়েছে 'পরিসংখ্যান আইন ২০১৩' এবং 'পরিসংখ্যান বিধিমালা ২০১৪' । যে কেউ এখান থেকে ডাউনলোড করে সহজেই তা ব্যবহার করতে পারবেন।

'ইনোভেশন কর্নার' এ রয়েছে নাগরিক সেবায় উদ্ভাবন: জেলা পরিসংখ্যান অফিস, বরিশাল “সবার জন্য পরিসংখ্যান" কর্মসূচির মাধ্যমে পরিসংখ্যানিক তথ্যসেবা সহজীকরণ” কর্মসূচির বিস্তারিত বর্ণনা। http://bbs.barisal.gov.bd/site/view/innovation_corner

'ডাউনলোড' এ ক্লিক করলে আপনি পেয়ে যাবেন- 'জেলা পরিসংখ্যান ২০১১' এর পিডিএফ কপি। মূলত: একক্লিকে অনেক কিছু।

নাগরিক সেবায় উদ্ভাবনে জনাব মুহাম্মদ মিঝানুর রহমান হাওলাদার মহোদয় এর বলিষ্ঠ নেতৃত্বে জেলা পরিসংখ্যান অফিস, যশোর ২০১৭ এ যশোর জেলায় শ্রেষ্ঠ ই-সেবা প্রদানকারী দপ্তর হিসেবে পুরস্কৃত হয়েছে। এছাড়াও স্যার ইতোমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক 'শুদ্ধাচার কৌশল পুরষ্কার ২০১৭' লাভ করেছেন।

জাতীয় তথ্য বাতায়ন এ দপ্তরের তথ্য হালনাগাদকরণ নতুন কিছু নয়। এটা দপ্তর প্রধানের দায়িত্বের মধ্যেই পড়ে। তা সত্বেও একটি দপ্তরের তথ্য যখন দীর্ঘদিন ধরে জাতীয় তথ্য বাতায়ন এ হালনাগাদহীন অবস্থায় পড়ে থাকে, আর একজন নবযোগদানকৃত কর্মকর্তা যখন তা কয়েকদিনেই হালনাগাদ করে নব-আঙ্গিকে নাগরিক সেবার দ্বার সবার জন্য উন্মুক্ত করেন, তখন তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।

ধন্যবাদ স্যার আপনার এ চমৎকার উদ্যোগের জন্য। 

Nishad Kamol 

https://www.facebook.com/nishad.kamol.97?fref=gs&hc_ref=ART0nGXKS4xvikUK6DEd-9SyBxc_mzL5lh_eItKkyLxK7vv0Wz5eAuZLUbFcarFKVuc&dti=1725009354380503&hc_location=group